চট্টগ্রামে ‘তরল লোহায়’ চার শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় একটি স্টিল কারখানায় ‘তরল লোহা’ পড়ে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 05:37 PM
Updated : 29 May 2016, 07:22 PM

রোববার রাত সাড়ে ৯টার দিকে আরএসআরএম নামের ওই কারখানার সিসিএম (কন্টিনিউয়াস কাটিং মেশিন) ইউনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি শাখার পরিদর্শক জহিরুল ইসলাম।

আহত চার শ্রমিক মো. জাফর, মো. জহির, সঞ্জু দাশ ও আবু বক্কর সিদ্দিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জহিরুল বলেন, “সিসিএম ইউনিটে লিকুইড মেটাল (তরল লোহা) এক স্থান থেকে আরেক স্থানে সরানোর সময় মেশিন থেকে ছিটকে পড়লে নিচে থাকা চার শ্রমিক দগ্ধ হন।

“এসময় সেখানে কিছু দহ্য পদার্থে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।” 

এই কারখানায় ১২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলিয়ে তরল করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ বলেন, ওই শ্রমিকদের শরীরের ৪০ থেকে ৫০ শতাংশ দগ্ধ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।