চবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের সংঘর্ষে মামলার পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 12:06 PM
Updated : 11 Feb 2016, 12:06 PM

গ্রেপ্তার রাকিব হোসেন ও মো. ইমরান ক্যাম্পাসে সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে পরিচিত।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আধিপত্য বিস্তারের চেষ্টায় সোমবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলগমীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারীরা সংঘর্ষে জড়ায়,যাতে অন্তত ছয়জন আহত হয়। এ ঘটনার পরদিন কেন্দ্রীয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় কমিটি স্থগিত ঘোষণা করার কয়েকঘন্টার মধ্যে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

এরপর সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মী মীর্জা কবির হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় দুজনকে গ্রেপ্তারের পর সংঘর্ষে জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে বলে জানান হাটহাজারীর ওসি ইসমাইল।