চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ বসতঘর

চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট ও বাকলিয়া এলাকায় আলাদা অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 12:58 PM
Updated : 5 Feb 2016, 12:58 PM

(ফাইল ছবি)

এর মধ্যে শুক্রবার বেলা আড়াইটার দিকে মাঝিরঘাট বাদশা মিয়া সওদাগর বাড়ি এলাকায় আগুনে পুড়ে যায় চারটি বসতঘর।হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর প্রহ্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঝিরঘাটে আগুনের খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মীরা চারটি গাড়ি নিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে নেভানোর আগেই বৈদ্যুতিক গোলোযোগ থেকে লাগা এই আগুনে দুটি সেমিপাকা ও দুটি কাঁচা বসতঘর পুড়ে যায়।

এদিকে নগরীর বাকলিয়া থানার আবদুল লতিফ হাট এলাকার মোরশেদুল আলমের বাড়িতে আগুন লাগে ভোর ৪টার দিকে।

খবর পেয়ে লামার বাজার স্টেশনের দুটি গাড়ি নিয়ে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা এক ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে।

নেভানোর আগেই মশার কয়েল থেকে লাগা এই আগুনে একটি কাঁচা বসতঘর পুড়ে যায়।

দুই ক্ষেত্রেই আগুনে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা হয়নি বলে জানান অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য প্রহ্লাদ।