চট্টগ্রাম বন্দরের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম বন্দরের জমিতে অবৈধ দখলে থাকা দোকান ও বসতঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 10:23 AM
Updated : 26 Nov 2015, 10:23 AM

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর অভয়মিত্র ঘাট এলাকায় বন্দর আবাসিক এলাকার পাশ থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম নেতৃত্ব দেন।

ম্যাজিস্ট্রেট আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে বন্দর আবাসিক এলাকার পাশে ৬০ শতক জমি স্থানীয় লোকজনের অবৈধ দখলে ছিল।

ওই জমিতে গড়ে ওঠা ২০টি দোকান, একটি স-মিল ও চারটি বসতঘর অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে।

আবুল হাশেম বলেন, "দখলকারীরা এসব জমি বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে দীর্ঘদিন আগে লিজ নিয়েছিল। ২০০৪ সালে তাদের লিজের মেয়াদ শেষ হলে তা ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।

"বার বার নোটিশ দেওয়ার পরও সরে না গিয়ে আদালতে রিট করে। পরে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে উচ্চ আদালতে আইনি প্রক্রিয়া শেষে তাদের উচ্ছেদ করা হয়েছে।"

উদ্ধার করা ৬০ শতক জমির বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।