চট্টগ্রামে আরও দুই উপজেলায় বিজিবি মোতায়েন

জামায়াতে ইসলামীর হরতালের আগের দিন সন্ধ্যা থেকে চট্টগ্রামের আরও দুটি উপজেলায় বিজিবি সদস্যদের টহল শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 03:46 PM
Updated : 22 Nov 2015, 03:46 PM

রোববার সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয় বলে ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এমারাত হোসেন জানান।

এর আগে রোববার রাতের প্রথম প্রহরে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের আগে সন্ধ্যা থেকে সীতাকুণ্ড ও রাউজান উপজেলা এবং নগরীতে বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবি কর্মকর্তা এমারাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারটি উপজেলায় মোট আট প্লাটুন বিজিবি টহল দেবে। এর বাইরে নগরীতে ছয় প্লাটুন এবং দুই প্লাটুন বিজিবি রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে।

যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরের আগে চট্টগ্রাম নগরী ও জেলার নিরাপত্তা জোরদার করা হয়।

সাকার গ্রামের বাড়ি রাউজানের পাশের উপজেলা হাটহাজারী এবং জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত লোহাগাড়ায় রোববার বিজিবি মোতায়েন করা হল।