চট্টগ্রাম বিমানবন্দরে ৬৮ লাখ ভারতীয় রুপি উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৮ লাখের বেশি ভারতীয় রুপি জব্দ করেছে শুল্ক বিভাগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 09:37 AM
Updated : 13 Oct 2015, 12:47 PM

মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিমানবন্দরের নিউ কার্গো ভিলেজে একটি কার্টনের ভেতরে এসব ভারতীয় রুপি পাওয়া যায় বলে কাস্টমসের সহকারী কমিশনার আবুল কাশেম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে নিউ কার্গো ভিলেজে গিয়ে মুদ্রাগুলো পাওয়া যায়।

“একটি বড় কার্টনের ভেতর চারটি ছোট কার্টনে এসব ভারতীয় মুদ্রা ছিল। অধিকাংশই একশ রুপির নোট। তবে সব বান্ডেলে সমান সংখ্যক নোট নেই।”

গণনা শেষে আরেক সহকারী কমিশনার আব্দুল মাজেদ জানান, চার কার্টনে মোট ৬৮ লাখ ৬ হাজার ৫০০ রুপি পাওয়া গেছে।

গত ২০ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে ২০ ফুট দীর্ঘ একটি কন্টেইনার খুলে চারটি কার্টনে ভারতীয় মুদ্রা পান কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

পরে গণনা করে চারটি কার্টনে মোট দুই কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৫০০ ভারতীয় রুপির সন্ধান মেলে।