বান্দরবানের বন্যার্তদের পাশে কারিতাস

বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান জেলার দেড় হাজার পরিবারকে সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংগঠন কারিতাস।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2015, 02:08 PM
Updated : 15 Sept 2015, 02:15 PM

মঙ্গলবার বান্দরবানের লামা উপজেলায় প্রথম ধাপে ২৪৮ পরিবারকে ১২ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে এই এনজিও।

বান্দরবানের পাঁচ উপজেলায় মোট ৫৫ লাখ টাকা অর্থ সাহায্য দিচ্ছে কারিতাস।

এ সহায়তার আওতায় থাকা পাঁচ উপজেলা হল- লামা, আলীকদম, রুমা, নাইক্ষংছড়ি ও থানছি উপজেলা।

অর্থ সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী বলেন, এ অর্থ সহায়তা বন্যার ক্ষতি পুষিয়ে নিয়ে আবারো ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

তিনি যথাযথভাবে এ অর্থ সহায়তা কাজে লাগানোর জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান।

কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার (মনিটরিং) মাজহারুল ইসলাম আশি জানান, কারিতাসের অতি দরিদ্রদের টেকসই জীবিকা উন্নয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের জন্য ‘সিঁড়ি’ কর্মসূচির মাধ্যমে দাতা সংস্থা ইউকেএইড এ অনুদান দিয়েছে।

গৃহ মেরামত ও গবাদি পশুপাখি ক্রয়ের জন্য পরিবারপ্রতি পাঁচ হাজার টাকা ও ফসল চাষাবাদের জন্য আরো তিন হাজার টাকাসহ মোট আট হাজার টাকা প্রদান করা হয় বলে তিনি জানান।