শিশু নির্যাতনের প্রতিবাদ মুশফিকের

সিলেটে ১৩ বছরের এক শিশুকে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2015, 09:37 AM
Updated : 13 July 2015, 06:09 PM

মুশফিক তার ফেইসবুক ফ্যান পেইজে ‘সে নো টু চাইল্ড অ্যাবিউস’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা ছবি আপলোড করেন।

বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান লেখেন, “একটি নিষ্পাপ শিশুকে নির্যাতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ মনে হয় আর নেই। শিশু নির্যাতনকে না বলুন!”

জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ, মুমিনুল হকদের ফেইসবুক ফ্যান পেইজেও মুশফিকের এই ছবি শেয়ার করা হয়।

সিলেটের কুমারগাঁওয়ে গত বুধবার সকালে চোর সন্দেহে ১৩ বছরের সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।