বাংলাদেশের ৪ পেসারে দু প্লেসির বিস্ময়  

ভারতের বিপক্ষে বাংলাদেশ চার পেসার খেলানোয় বিস্মিত হয়েছেন ফাফ দু প্লেসি। তবে এবার স্বাগতিকরা বাড়তি একজন স্পিনার খেলাবে বলেই ধারণা করছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 03:25 PM
Updated : 1 July 2015, 03:25 PM

ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে চার পেসার নিয়ে খেলে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের সঙ্গে ছিলেন দলে নতুন আসা মুস্তাফিজুর রহমান।
 
দু প্লেসি মনে করেন, বাংলাদেশের চার পেসার ভারতের জন্য বড় বিস্ময় হয়ে এসেছিল।
 
“আপনি যখন উপমহাদেশের দলের বিপক্ষে খেলবেন, আশা করবেন স্পিনারদের ভূমিকা বেশি থাকবে। আমার মনে হয়, ভারতও তাই ভেবেছে।”
 
চার পেসার নিয়ে খেলে সাফল্যও পেয়েছে বাংলাদেশ। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপকে প্রথম দুই ম্যাচে তো দাঁড়াতেই দেয়নি স্বাগতিকরা। তবে পেস বোলিং ভারতের দুর্বলতা হতে পারে দক্ষিণ আফ্রিকার নয়। 
 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে স্পিন। দু প্লেসিও মনে করেন তাদের বিরুদ্ধে বাংলাদেশ স্পিনে জোর দেবে।
 
“ওরা খুব ভালো করেছে; কেউ ভাবতে পারে, ওরা খুব বেশি পরিবর্তন করবে না। তবে আমার মনে হয়, ওরা আরেকটু বেশি স্পিন অপশনের দিকে যাবে।”
 
দু প্লেসির এই ধারণা সত্যি হতেও পারে। নয় মাসের বেশি সময় পরে বাংলাদেশ দলে ফিরেছেন অফ স্পিনার সোহাগ গাজী। আর প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। এছাড়া সাকিব আল হাসান, আরাফাত সানি ও নাসির হোসেনের মতো স্পিনার তো স্বাগতিকদের আছেই।  
 
আগামী রোববার ও মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।