ওয়াহাবের টেস্ট সিরিজ শেষ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে আর খেলা হচ্ছে না ওয়াহাব রিয়াজের। আঙুলের চোটের কারণে ছিটকে পড়েছেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2015, 10:32 AM
Updated : 26 June 2015, 10:41 AM

কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃহস্পতিবার বাঁ হাতের আঙুলে চোট পান ওয়াহাব। 
 
দলের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুশমন্ত চামিরার একটি বল ওয়াহাবের গ্লাভসে আঘাত করে। তবে পাকিস্তান ১৩৮ রানে অলআউট হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার প্রথম ইনিংসে তিন স্পেলে ৯ ওভার বোলিংও করেন ওয়াহাব।
 
বৃহস্পতিবার রাতে এক্স-রে করে জানা যায়, আঙুলের গাঁটে হালকা চিড় ধরেছে পাকিস্তানের এই ফাস্ট বোলারের।  
 
পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা ইএসপিএন ক্রিকইনফোকে জানান, ওয়াহাবকে কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। 
 
পাল্লেকেলেতে ৩ জুলাই শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। গলে প্রথম ম্যাচ জিতে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। 
 
টেস্ট সিরিজ শেষে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে সফরকারী দল। তবে এই দুটি সিরিজে ওয়াহাব খেলতে পারবেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন নাভিদ। 
 
ডাম্বুলাতে দুই দলের প্রথম ওয়ানডেটি হবে ১১ জুলাই। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ জুলাই।