বোলারদের তালিকায় সানি-মাশরাফিদের দাপট

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে দাপট দেখিয়েছে স্বাগতিক বোলাররাই। সেরা বোলারদের তালিকায় প্রথম পাঁচে আছে বাংলাদেশেরই চারজন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2015, 07:35 PM
Updated : 23 April 2015, 03:14 PM

প্রথমবারের মতো পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করায় দারুণ ভূমিকা রাখা আরাফাত সানি এ তালিকায় সবার ওপরে। তিন ম্যাচে ৬ উইকেট নেন বাংলাদেশের এই স্পিনার। ৫ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন স্বাগতিক দলের আরেক স্পিনার সাকিব আল হাসান।

বাংলাদেশ দলের দুই পেসার রুবেল হোসেন ও মাশরাফি এই তালিকায় যথাক্রমে তৃতীয় ও পঞ্চম স্থানে রয়েছেন। রুবেল ৪টি ও মাশরাফি ৩টি উইকেট নেন।

সেরা পাঁচে পাকিস্তানের একমাত্র বোলার ওয়াহাব রিয়াজ; তিন ম্যাচে ৪ উইকেট নেন তিনি।

সেরা ৫ বোলার:

বোলার

ম্যাচ

ওভার

রান

উইকেট

সেরা

গড়

ইকোনোমি

আরাফাত সানি, বাংলাদেশ

৩০.০

১৩১

৩/৪৭

২১.৮৩

৪.৩৬

সাকিব আল হাসান, বাংলাদেশ

২৯.২

১৩০

২/৩৪

২৬.০০

৪.৪৩

রুবেল হোসেন, বাংলাদেশ

২১.০

১১৫

২/৪৩

২৮.৭৫

৫.৪৭

ওয়াহাব রিয়াজ, পাকিস্তান

২৪.০

১২৫

৪/৫৯

৩১.২৫

৫.২০

মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ

১৮.০

৯৬

২/৪৪

৩২.০০

৫.৩৩