আলো ছড়ালেন ‘রান মেশিন’ মুশফিক

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ‘রান মেশিন’ অভিধা আরেকবার সার্থক প্রমাণ করলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও আলো ছড়িয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 04:26 PM
Updated : 19 April 2015, 07:44 PM

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুশফিকের ৬৫ রানের ইনিংসটি বাংলাদেশকে সহজ জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।

ইনিংসের ৩৭তম ওভারে রাহাত আলির বলে পয়েন্টে ফাওয়াদ আলমকে ক্যাচ দেন মুশফিক। সাজঘরে ফেরার আগে ৭০ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৬৫ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি।

মাহমুদউল্লাহ আউট হওয়ার পর উইকেটে আসেন মুশফিক। শুরুতে ‘অতি সাবধানী’ ব্যাটিং করলেও সময় গড়ানোর সাথে সাথে হাত খুলে ব্যাটিং করতে থাকেন তিনি। ৫৭ বলে অর্ধশতক পূরণ করেন মুশফিক। ক্যারিয়ারের ২২তম ওয়ানডে অর্ধশতক করার পথে ৬টি চার ও একটি নজরকাড়া ছক্কা মারেন তিনি।

শনিবার একই মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০৬ রানের অসাধারণ ইনিংস উপহার দেন মুশফিক।

দ্বিতীয় ম্যাচের আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মুশফিকের প্রশংসা করতে গিয়ে তাকে ‘রান মেশিন’ বলেন। দ্বিতীয় ম্যাচেও অধিনায়কের প্রশংসার প্রতিদান দিলেন ২৬ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান।