বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড দলে পরিবর্তনের সম্ভাবনা 

বাংলাদেশের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ইংল্যান্ড দলে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন দেশটির উইকেটরক্ষক জস বাটলার। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 04:00 PM
Updated : 6 March 2015, 04:00 PM

ইংল্যান্ডের সহ-অধিনায়ক বাটলার জানান, প্রথম চার ম্যাচে সুযোগ না পাওয়া অ্যালেক্স হেলসকে এই ম্যাচে নেয়া হতে পারে।      
 
খেলার সুযোগ পেলে ভালো করার জন্যে হেলস মুখিয়ে থাকবেন বলেও মনে করেন বাটলার। 
 
হেলসের প্রশংসায় বাটলার বলেন, "অ্যালেক্স হেলস বড় উপলক্ষ উপভোগ করে। সে একজন বিধ্বংসী ব্যাটসম্যান। আমি মনে করি, সে চমৎকার খেলোয়াড় এবং ভবিষ্যতে সে ইংল্যান্ডের জন্য চমৎকার খেলোয়াড় হবে।”
 
গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডে আগামী সোমবার অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে খেলবে এখন পর্যন্ত একটি মাত্র জয় পাওয়া ইংল্যান্ড। ২ পয়েন্ট নিয়ে পুল 'এ'-এর পঞ্চম স্থানে আছে দলটি।
 
অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ইংল্যান্ড পরের ম্যাচে আরেক সহ-আয়োজক নিউ জিল্যান্ডের কাছেও হারে। তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে জয়ের পথে ফিরলেও শ্রীলঙ্কার কাছে আবারও হারে ওয়েন মর্গ্যানের দল।
 
এমন বাজে পারফরম্যান্সে দলের সবার মনের অবস্থা ভালো নেই বলে জানান বাটলার।