ভারতের কাছে হারা দক্ষিণ আফ্রিকার জরিমানা

ভারতের কাছে বড় ব্যবধানে হারা দক্ষিণ আফ্রিকাকে এখন শাস্তিও পেতে হচ্ছে। ওই ম্যাচে ধীর বোলিংয়ের কারণে জরিমানা করা হয়েছে প্রোটিয়া দলকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2015, 04:28 AM
Updated : 23 Feb 2015, 04:28 AM

আইসিসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার ভারতের বিপক্ষে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে সব ওভার শেষ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। 'স্লো ওভার রেট' -এর কারণে একটি ওভার নির্ধারিত সময়ের বাইরে চলে যায়।

এ কারণে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে ফির ২০ শতাংশ এবং দলের বাকি সদস্যদের ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করেন ম্যাচ রেফারি জেফ ক্রো।

শিখর ধাওয়ানের শতকে ৭ উইকেটে ৩০৭ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। জবাবে ১৭৭ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা হারে ১৩০ রানে।