ক্লাব ক্রিকেট দিয়ে ফেরার চেষ্টায় ক্লার্ক

চোট কাটিয়ে বিশ্বকাপের আগে পুরোপুরি ‘ফিটনেস’ ফিরে পেতে ক্লাব ক্রিকেটে খেলবেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়া অধিনায়কের ক্রিকেটে ফেরার খবরটি শুক্রবার দেশটির বোর্ড জানিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 04:18 PM
Updated : 30 Jan 2015, 04:18 PM

হ্যামস্ট্রিংয়ের চোটের অস্ত্রোপচার করানোর পর আবার ক্রিকেট ফিরতে পারবেন বলে দারুণ খুশি ক্লার্ক। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতির মাধ্যমে নিজের সেই খুশির কথা জানান তিনি।

“এই সপ্তাহর শেষে দিকে আমার গ্রেইড ক্লাবের হয়ে খেলতে পারব বলে আমি সত্যি খুব খুশি। পুরো ফিট হয়ে ওঠার পথে এটাকে ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছি।”

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ক্লার্ক। সম্প্রতি অস্ত্রোপচার করান তিনি। এই মুহূর্তে ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ক্লার্ক নিজেও সুস্থ হয়ে বিশ্বকাপ খেলতে মরিয়াভাবে কাজ করে যাচ্ছেন।

ক্লার্ককে অধিনায়ক করেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে পুরোপুরি সুস্থ হয়ে খেলার উপযোগী হতে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত সময় পেয়েছেন তিনি।

ক্লার্ক সময় মতো সেরে উঠতে না পারলে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জর্জ বেইলি। ক্লার্কের সহকারী তাকেই করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

উদ্বোধনী দিন ১৪ ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান। নিউ জিল্যান্ডের সঙ্গে যৌথ আয়োজক অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে ২১ ফেব্রুয়ারি।