নাসির ঝড়ে মোহামেডানকে হারাল আবাহনী

নাসির হোসেনের বীরত্বে সুপার লিগে জয় পেয়েছে আবাহনী। মোহামেডানকে আবার হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 11:20 AM
Updated : 24 Dec 2014, 12:52 PM

সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে মোহমেডানকে ৩ উইকেটে হারানো আবাহনীর পয়েন্ট ২০। শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে যাওয়া মোহামেডানের পয়েন্ট ১৪।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান।

শুভাশীষ রায়ের মারাত্মক বোলিংয়ে মাত্র ৩৮ রানে চার উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে মোহামেডান।

তবে নাঈম ইসলামের সঙ্গে ১২১ ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ৬৭ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে আড়াইশ রানের কাছাকাছি নিয়ে যান আরিফুল হক।

শেষ ওভারে নাসিরের শিকারে পরিণত হওয়ার আগে ১০৯ রান করেন আরিফুল। তার ১৩৭ বলের ইনিংসটি ১১টি চার ও ১টি ছক্কায় গড়া।

আবাহনীর শুভাশীষ ৪ উইকেট নেন ৫৬ রানে।

জবাবে ৪৯ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

প্রথম ওভারেই লিটন দাসকে হরালেও ফরহাদ হোসেন (৫৯), রকিবুল হাসান (২৯) ও আব্দুল মজিদ (২৭) দলকে এগিয়ে নিতে থাকেন।

তবে শেষ দিকে চামারা সিলভা (২৫) ও মোসাদ্দেক হোসেনের (২) দ্রুত বিদায়ে হঠাৎ করেই চাপে পড়ে যায় আবাহনী। সেখান থেকে দলকে দারুণ জয় এনে দেয়ার কৃতিত্ব নাসিরের।

রহমত শাহর বলে পরপর তিনটি ছক্কা হাকিয়ে দলকে জয়ের পথে নিয়ে আসা নাসির শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮২ রানে। তার ৬৯ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ৫টি করে ছক্কা ও চারে।

চমৎকার এই ব্যাটিংয়ের সঙ্গে ১০ ওভার বল করে ৩৪ রানে ১ উইকেট নেয়ায় ম্যাচ সেরার পুরস্কার জেতেন জাতীয় দল থেকে বাদ পড়া নাসির।

মোহামেডানের মাশরাফি ৩ উইকেট নেন ৪২ রানে।