বিগ ব্যাশে মেলবোর্নের হয়ে খেলছেন সাকিব

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশে এবার মেলবোর্ন রেনেগেইডসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করেছে দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 05:51 AM
Updated : 24 Dec 2014, 06:34 AM

বুধবার মেলবোর্ন রেনেগেইডস তাদের ওয়েবসাইটে জানায়, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের জায়গায় টুর্নামেন্টের শেষ ভাগে খেলবেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছেন রাসেল।

দেশের বাইরের লিগগুলেতে খেলার ওপর সাকিবের নিষেধাজ্ঞা ওঠায় বিদেশী খেলোয়াড়ের কোটায় তাকে চুক্তিবদ্ধ করতে আর দেরি করেননি মেলবোর্ন।

সাকিব আগের মৌসুমে বিগ ব্যাশে খেলেছিলেন অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে।

মেলবোর্নের কোচ সিমোন হেলমট সাকিবকে দলে নিতে পেরে খুশি।

“সাকিব আগামী জানুয়ারিতে আমাদের দলে দারুণ মানিয়ে যাবে। আমরা তাকে দলের সঙ্গে পাওয়ার অপেক্ষায় আছি।”

কোচ মনে করেন, বিশ্বের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার দলে দারুণ অবদান রাখতে পারবে। সাকিব দলে অনেক অভিজ্ঞতা নিয়ে আসবে আর চাপের মধ্যেও তার মাথা ঠাণ্ডা থাকে।

আগামী ৭ জানুয়ারি হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচে সাকিব প্রথম মেলবোর্নের হয়ে মাঠে নামতে পারেন।