সাকিব-তামিমের অন্য লড়াই

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের অধিকারী হওয়া নিয়ে দারুণ এক লড়াই জমে উঠেছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে। এই দুই তারকাই ছুটছেন ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলকের দিকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 12:43 PM
Updated : 26 Nov 2014, 12:48 PM

বাংলাদেশের সাকিব, তামিম, মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমেরই কেবল ওয়ানডেতে তিন হাজারের বেশি রান আছে।

ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ হয়ে আছেন প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রানে পৌঁছানো আশরাফুল। আর সবে নিজের রান তিন হাজারে নিয়ে গেছেন মুশফিক। তাই চার হাজারের ক্লাবে আগে যোগ দেয়ার প্রতিযোগিতাটি আপাতত সাকিব-তামিমের মধ্যেই সীমাবদ্ধ।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নামার আগে সাকিবের সংগ্রহ ছিল ৩ হাজার ৯৩৬ রান, আর তামিমের ৩ হাজার ৯০৫ রান।

উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ৪০ রান করে সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। তবে তাকে পেছনে ফেলতে বেশি সময় নেননি সাকিব। ঠিক ৪০ রানের ইনিংস খেলে ৩১ রানের ব্যবধানটা ধরে রাখেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজার রান করতে আর ২৪ রান চাই সাকিবের। তবে তার আগেই এই কৃতিত্ব দেখাতে পারেন ইনিংস উদ্বোধন করতে আগে নামার সুযোগ পাওয়া তামিম; তার প্রয়োজন ৫৫ রান।