অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দেখছে পাকিস্তান

চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জয় দেখছে পাকিস্তান। শেষ দিন অতিথিদের ৬ উইকেট চাই তাদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 01:30 PM
Updated : 25 Oct 2014, 01:30 PM

জিততে হলে রেকর্ড গড়তে হবে অস্ট্রেলিয়াকে। তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। ৪৩৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটে ৫৯ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা।

পঞ্চম ও শেষ দিনে জিততে হলে আরো ৩৭৯ রান করতে হবে অস্ট্রেলিয়াকে।

পাকিস্তান অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দিতে পারে ইউনুস খান ও আহমেদ শেহজাদের শতকের কল্যাণে। শেহজাদ ১৩১ রান করে আউট হন। ২ উইকেটে ২৮৬ রান তুলে পাকিস্তান দ্বিতীয় ইনিংস ঘোষণা করার সময় ইউনুস অপরাজিত ছিলেন ১০৩ রানে।

এই শতকে দারুণ এক কীর্তি গড়া হলো ইউনুসের। ১৯৭৪ সালে গ্লেন টার্নারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে শতক করা প্রথম ব্যাটসম্যান তিনি।

দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। আজহার আলি ৩০ রান করে আউট হয়ে গেলেও দারুণ ব্যাট করেন শেহজাদ ও ইউনুস। দ্বিতীয় উইকেট জুটিতে ১৬৮ রান তোলেন এ দুজন।

শেহজাদ তার ২৩৩ বলের ইনিংসটি সাজান ১০টি চার ও ৪টি ছয়ে। আর ইউনুসের ইনিংসটিতে ছিল ৬টি চার ও ২টি ছয়।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনি জুটিতে ৪৪ রান তোলার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।

৫ রানের মধ্যে ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ডুলান, মাইকেল ক্লার্ক ও নাথান লিয়নকে হারিয়ে বিনা উইকেটে ৪৪ থেকে ৪ উইকেটে ৪৯ রান হয়ে যায় সফরকারীরা।

এরপর অবশ্য আর কোনো উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। ২৩ রান নিয়ে উইকেটে আছেন ক্রিস রজার্স। তার সঙ্গী স্টিভেন স্মিথের রান ৩।