এবার আল-আমিনের 'অগ্নিপরীক্ষা'

বোলিং অ্যাকশনের পরীক্ষায় 'ফেল' করে নিষিদ্ধ হয়েছেন সোহাগ গাজী। এবার সেই  পরীক্ষা দিতে রোববার ভারত যাচ্ছেন পেসার আল-আমিন হোসেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 03:21 PM
Updated : 20 Oct 2014, 02:23 PM

রোববার সকাল ১০টায় ঢাকা ছাড়বেন আল-আমিন। তার সঙ্গে যাবেন বিসিবির ক্রীড়া উন্নয়ন বিভাগের নাজমুল আবেদিন ফাহিম। সোমবার চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে আল-আমিনের বোলিং অ্যাকশন পরীক্ষা হবে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট শেষে পেসার আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। তাই তাকে বাধ্যতামূলক এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

গত ৩ অক্টোবর আল-আমিনের পরীক্ষা দেয়ার কথা ছিল। তবে তার চোটের কারণে পরীক্ষায় পেছানোর আবেদন করে বিসিবি।

নাজমুল আবেদিন জানান, আল-আমিনের শরীরিক অবস্থা এখন ভালো। সে নিজের মতো করে এখন বল করতে পারছে। পরীক্ষায় পাশ করার ব্যাপারে আল-আমিন আত্মবিশ্বাসী।

ওয়েস্ট ইন্ডিজের সেই সফরে আম্পায়াররা সোহাগ গাজীর বোলিং সন্দেহজনক বলায় তাকেও বাধ্যতামূলক এই পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় অবৈধ বোলিং অ্যাকশন প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে এই অফস্পিনারের বোলিং নিষিদ্ধ করা হয়।