এবার আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি

ওয়েস্ট ইন্ডিজ সফরে ধারাবাহিক ব্যর্থতার পাশে এবার বাংলাদেশ শিবিরে যোগ হলো আরেকটি বাড়তি দুশ্চিন্তা। পেসার আল-আমিনের হোসেনের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছে আম্পায়াররা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2014, 12:34 PM
Updated : 10 Sept 2014, 12:35 PM

কিংসটাউন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটের হারের ম্যাচে আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে আম্পায়াররা।

আম্পায়াররা আপত্তি তোলায় এখন আইসিসির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে আল-আমিনকে। তবে পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ম্যাচে বল করতে পারবেন বাংলাদেশের এই বোলার।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বুধবার এক বিবৃতিতে জানায়, ২৪ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের প্রতিবেদনটি মঙ্গলবার ম্যাচ শেষে বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশারকে দেয়া হয়েছে।

আগামী শনিবার সফরের শেষ টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী ওই ম্যাচে বল করতে কোনো সমস্যা নেই আল-আমিনের।

সিরিজের প্রথম টেস্টে কোনো উইকেট না পেলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ বল করে ১০ উইকেট শিকার করেন আল-আমিন।

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো বোলারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুললেন আম্পায়াররা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছিল আম্পায়াররা।