২৯ বছর বয়সে অস্ট্রেলিয়া টেস্ট দলে ও'কিফে

অনেকদিনের অপেক্ষার অবসান হলো স্টিভ ও'কিফের। অবশেষে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেলেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিতি ভালো খেলে যাওয়া এই স্পিনার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2014, 05:05 PM
Updated : 8 Sept 2014, 05:05 PM

অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির দল ঘোষণা করে অস্ট্রেলিয়া।

১৫ সদস্যের টেস্ট দলে ডাক পান অলরাউন্ডার মিশেল মার্শও। অস্ট্রেলিয়ার হয়ে ৯টি ওয়ানডে খেললেও এখনো টেস্ট অভিষেক হয়নি মার্শের।

ও'কিফে অস্ট্রেলিয়ার হয়ে ৭টি টি-টোয়েন্টি খেলেন। তবে ২৪.৮৩ গড়ে ৬টি উইকেট নেন। তবে প্রথম-শ্রেণির ক্রিকেটে ৪১ ম্যাচে ২৪.৭২ গড়ে ১২৮ উইকেট নেন তিনি।

চোটের কারণে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে একটির বেশি ম্যাচ খেলতে না পারা অধিনায়ক মাইকেল ক্লার্ককে দলে রাখেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২২ অক্টোবর। ৩০ অক্টোবর আবুধাবিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

অস্ট্রেলিয়া টেস্ট দল: ডেভিড ওয়ার্নার, ক্রিস রজার্স, অ্যালেক্স ডুলান, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন, ফিলিপ হিউজ, ব্র্যাড হ্যাডিন, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, মিচেল জনসন, স্টিভ ও'কিফে, পিটার সিডল, মিচেল স্টার্ক, নাথান লিয়ন।