দ. আফ্রিকাকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জাজনক হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে ৬২ রানে সহজেই হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 04:01 PM
Updated : 2 Sept 2014, 04:01 PM

গত রোববার স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরেছিল অস্ট্রেলিয়া।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার অস্ট্রেলিয়ার ৭ উইকেটে করা ২৮২ রানের জবাবে ৬ ওভার বাকি থাকতে ২২০ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দারুণ অবদান রাখায় ম্যাচ সেরা হন মিচেল মার্শ। ৮৬ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলার পর বল হাতেও দুটি উইকেট নেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়ে অ্যারন ফিঞ্চ (১৬) বিদায় নিলেও ৮৫ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ফিল হিউজ। ৯২ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।

স্টিভেন স্মিথ (৩৬) ও গ্লেন ম্যাক্সওয়েল (২) এবং পরে হিউজ দ্রুত আউট হয়ে গেলে প্যাভিলিয়নে ফিরলে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের আশা ধাক্কা খায়।

তবে মার্শের মারমুখী ব্যাটিংয়ে সে ধাক্কা সহজেই কাটিয়ে ওঠে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মার্শের ৫১ বলের ইনিংসটি ৭টি ছক্কা ও ৫টি চারে সাজানো।

৩৯ রানে ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার অ্যারন ফাঙ্গিসো।

জবাবে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় গত সপ্তাহে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারানো দক্ষিণ আফ্রিকা।

এরপর একমাত্র ফাফ দু প্লেসি ছাড়া আর কেউই ক্রিজে টিকতে পারেনি। ১২৬ রান করা দু প্লেসি একপ্রান্ত আগলে রাখলেও অন্য দিকে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি।

দুর্ভাগ্যজনক হিট উইকেট হওয়ার আগে ১০৯ বলের ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কা মারেন দু প্লেসি।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন সাত নম্বর ব্যাটসম্যান রায়ান ম্যাকলারেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮২/৭ (ফিঞ্চ ১৬, হিউজ ৮৫, স্মিথ ৩৬, ম্যাক্সওয়েল ২, বেইলি ৩২, মার্শ ৮৬*, হ্যাডিন ১১, জনসন ২, স্টার্ক ১*; ফাঙ্গিসো ২/৩৯, ইমরান ১/৪২, মরকেল ১/৫১, ম্যাকলারেন ১/৫৬, স্টেইন ১/৬৪)

দক্ষিণ আফ্রিকা: ৪৪ ওভারে ২২০ (আমলা ১৭, ডি কক ১, দু প্লেসি ১২৬, ডি ভিলিয়ার্স ৬, ডুমিনি ১৬, মিলার ৩, ম্যাকলারেন ২৪, স্টেইন ৫, ফাঙ্গিসো ৩*, মরকেল ০, ইমরান ২; ম্যাক্সওয়েল ২/২২, মার্শ ২/২৩, জনসন ২/৩০, রিচার্ডসন ২/৩৮, লিয়ন ১/৫৩)