বরফস্নানেও জুটি মাহেলা-সাঙ্গাকারা

ব্যাট হাতে দলের হয়ে সফল জুটি গড়েছেন অনেকবার। বরফ জলে ভেজার চ্যালেঞ্জও একই সঙ্গে নিলেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 04:08 PM
Updated : 22 August 2014, 04:11 PM

একসঙ্গে বরফ জলে ভেজার ভিডিওটি শুক্রবার জয়াবর্ধনে ও সাঙ্গাকারা দুই জনই নিজেদের ফেইসবুক একাউন্টে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তাদের দলের সতীর্থরা তাদের মাথায় বরফ জল ঢেলে দেন।

মজার জন্য নয়, মোটর নিউরনের রোগ হিসেবে পরিচিত এএলএসে আক্রান্তদের জন্য তহবিল সংগ্রহ করতেই বরফ জলে ভেজেন তারা।

তহবিল যোগাড়ের জন্য এই আইস বাকেট চ্যালেঞ্জের সূচনা করে যুক্তরাষ্ট্রের অ্যামাইওট্রোফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস (এএলএস) অ্যাসোসিয়েশন।

নিজেরা হিমশীতল পানিতে ভেজার পর এই দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান ক্রিকেট দুনিয়ার তিন জন করে খেলোয়াড়কে ‘আইস বাকেট চ্যালেঞ্জ’ জানান।

সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়া জয়াবর্ধনে চ্যালেঞ্জ জানিয়েছেন সতীর্থ অ্যাঞ্জেলো ম্যাথিউস, অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও ভারতের সাবেক ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়কে।

আর সাঙ্গাকারা চ্যালেঞ্জ ছুড়েছেন ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে।