আফগানিস্তানে বিধ্বস্ত জিম্বাবুয়ে

প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ওয়ানডেতে জিতে সিরিজে হার এড়ানোর আশা জাগায় আফগানিস্তান। শেষ ম্যাচে উজ্জ্বীবিত দলটির সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। একপেশে লড়াইয়ে অতিথিরা জিতেছে ১০০ রানে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 02:57 PM
Updated : 24 July 2014, 03:11 PM

তাই চার ম্যাচের সিরিজ শেষ হল ২-২ সমতায়। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটাই ছিল আফগানিস্তানের প্রথম সিরিজ।

বৃহস্পতিবার বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ১ বলে ২৫৯ রান করে আফগানিস্তান।

৬২ রানে প্রথম তিন ব্যাটসম্যান ফিরে গেলেও মিডল অর্ডারের দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি গড়ে আফগানিস্তান।

সর্বোচ্চ ৫৬ রান করেন শফিকুল্লাহ। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে সামিউল্লাহ শেনওয়ারির ব্যাট থেকে। এছাড়া নাসির জামাল ৩৯ ও অধিনায়ক মোহাম্মদ নবী ৩৭ রান করেন।

৬৩ রানে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার ডোনাল্ড টিরিপানো।

জবাবে ৩৮ ওভারে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
মাত্র ২৯ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে শুরুতেই ভীষণ বিপদে পড়ে স্বাগতিকরা। সপ্তম উইকেটে টিমিসেন মারুমা (২৯) ও রিচমন্ড মুতুমবামির ৯৭ রানের জুটি দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করে।
তাতে খুব একটা কাজ হয়নি। মারুমার বিদায়ের কিছুক্ষণ পর তাকে অনুসরণ করেন মুতুমবামি (৬৪)। এরপর আর বেশিদূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস।
২৯ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সফলতম বোলার শরাফউদ্দিন আশরাফ। আফতাব আলম ও দৌলত জাদরান নেন দুটি করে উইকেট।