রাজস্থানের জয়ে নায়ক রাহানে বিন্নি

মাত্র ১৩৩ রানের লক্ষ্য দিয়েও লড়াই করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ৪ উইকেটের জয়ের জন্য শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে রাজস্থান রয়্যালকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2014, 06:31 PM
Updated : 19 April 2014, 08:32 AM

শুক্রবার আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৩ রান করে হায়দ্রাবাদ।

অ্যারন ফিঞ্চের দ্রুত বিদায়ের পর শিখর ধাওয়ান (৩৪ বলে ৩৮) ও ডেভিড ওয়ার্নার (৩৫ বলে ৩২) ত্রিশের ঘরে গেলেও রাজস্থানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেননি।

শেষ দিকে লুকেশ রাহুল (২০) ও ভেনুগোপাল রাও (অপরাজিত ১৬) চেষ্টা করলেও সংগ্রহ খুব একটা বড় হয়নি হায়দ্রাবাদের।

রাজস্থানের পক্ষে রজত ভাটিয়া, ধাওয়াল কুলকার্নি ও কেন রিচার্ডসন দুটি করে উইকেট নেন।

জবাবে ৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।

প্রথম চার ব্যাটসম্যানের তিন জনই দুই অঙ্কে যেতে ব্যর্থ হলে শুরুতেই চাপে পড়ে রাজস্থান। ৩১ রানে ৩ উইকেট হারানো দলটিকে কক্ষপথে ফেরান রাহানে ও বিন্নি ।

চতুর্থ উইকেটে ৫৮ বলে ৭৭ রানের জুটি গড়েন এ দুজনে। ৫৩ বলে ৬টি চারের সাহায্যে ৫৯ রান করে রাহানে অমিত মিশ্রর শিকারে পরিণত হলে উজ্জ্বীবিত হয়ে উঠে রাজস্থান।

ব্র্যাড হজ ও রজতের দ্রুত বিদায়েও দমেননি বিন্নি। ৩২ বলে অপরাজিত ৪৮ রানের চমৎকার ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি। তবে মাত্র দুই বল খেলে দুটিকেই চারে পরিণত করা জেমস ফকনারের (অপরাজিত ৮) অবদানও কম নয়।

হায়দ্রাবাদের পক্ষে মিশ্র ও ডেল স্টেইন দুটি করে উইকেট নেন।