তিন দিনেই জিতল রাজশাহী

জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডে তিন দিনেই জয় পেয়েছে রাজশাহী বিভাগ। চট্টগ্রাম বিভাগকে ৪০৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2014, 12:57 PM
Updated : 14 April 2014, 03:03 PM

এই ম্যাচে চোট পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে ৭ উইকেটে ১৬৫ রান নিয়ে খেলা শুরু করে রানের পাহাড়ে চাপা পড়া চট্টগ্রাম। নয় নম্বর ব্যাটসম্যান মেহেদি হাসান রানার অপরাজিত ৫৭ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ২০৮ রান করে দলটি।

প্রথম ইনিংসে ৯ উইকেটে ৬৭৫ রানে ইনিংস ঘোষণা করায় ৪৬৭ রানের লিড পায় রাজশাহী। ফলো-অন না করিয়ে ২ উইকেটে ১২৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা।

৩৮ রানে মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিক বিদায় নিলেও মুশফিক (অপরাজিত ৫৪) ও ফরহাদ হোসেন (অপরাজিত ৪০) আর কোনো ক্ষতি হতে দেননি।

জয়ের জন্য ৫৯৬ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসেও সাফল্য পাননি চট্টগ্রামের ব্যাটসম্যানরা। তাই বিরাট পরাজয় এড়াতে পারেনি দলটি।

মাত্র ৫ বল খেলে তামিম আহত হয়ে মাঠ ছাড়লে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম। বিপদ আরো বাড়ায় টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান মাহবুবুল করিমের চোট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি তিনি।

চতুর্থ ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন মুশফিক। তার জায়গায় বাকি সময় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন জুনায়েদ।

দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম ১৯২ রান পর্যন্ত যায় মুমিনুল হকের ৭৫ রানের সৌজন্যে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান মেহেদির।

২৯ রানে ৩ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার সানজামুল ইসলাম।

প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ২৫৯ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ফরহাদ রেজা।