রাজ্জাকের ৪ উইকেটে এগিয়ে খুলনা

বোলারদের দাপটে জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনই চালকের আসনে বসেছে গত আসরের চ্যাম্পিয়ন খুলনা বিভাগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2014, 12:45 PM
Updated : 13 April 2014, 11:26 AM

ঢাকা মেট্রোকে ১৭২ রানে অলআউট করে দিন শেষে খুলনার সংগ্রহ ১ উইকেটে ৪৬ রান।

শনিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শূন্য রানে উইকেট হারায় ঢাকা।

দ্বিতীয় উইকেটে শামসুর রহমানের (২৫) সঙ্গে সাদমান ইসলাম (৪০) ৬৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন। ২৩তম ওভারের শেষ বলে শামসুরের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় দুইশ’ পর্যন্ত যেতে পারেনি দলটি।

১২৯ রানে সপ্তম উইকেট হারানোর পর শরীফ উল্লাহর (৩৪) দৃঢ়তায় দেড়শ' পার হয় ঢাকা।

৭৮ রানে ৪ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার অধিনায়ক আব্দুর রাজ্জাক। মাত্র ২৭ রানে ৩ উইকেট নেন নিজামউদ্দিন রিপন।

জবাবে দেখে শুনে খেলছেন খুলনার ব্যাটসম্যানরা। ২১ ওভার ব্যাট করে ৪৬ রান তুলেছেন তারা। সৌম্য সরকারকে আসিফ আহমেদের ক্যাচে পরিণত করে দলকে একমাত্র্র সাফল্য এনে দিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

রবিউল ইসলাম রবি ২৩ ও ইমরুল কায়েস ১৩ রানে ব্যাট করছেন।