পাকিস্তানে আফগানিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি

এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়া আফগানিস্তান আরো বড় আসরের জন্য প্রস্তুত হচ্ছে। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা দলটি পাকিস্তানে দুই সপ্তাহের ক্যাম্পের মধ্য দিয়ে শুরু করছে তারই প্রস্তুতি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2014, 01:23 PM
Updated : 11 April 2014, 01:36 PM

আফগানিস্তানের কোচ কবির খান জানান, ১৫ এপ্রিল করাচিতে শুরু হবে দুই সপ্তাহের ক্যাম্প। এতে পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল ব্যাটসম্যান ও আরেক সাবেক অধিনায়ক রশীদ লতিফ উইকেটরক্ষকদের সঙ্গে কাজ করবেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ট্রফি দিয়ে শুরু হচ্ছে আফগানিস্তানের ব্যস্ত সূচী। কবিরের বিশ্বাস, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে পরবর্তী বিশ্বকাপে নিজেদের সেরা রূপেই দেখা যাবে আফগানিস্তানকে।

গত অক্টোবরে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে আফগানিস্তান। এর সুবাদে আইসিসির কাছ থেকে ১০ লাখ ডলার সহায়তা পায় তারা। আর এই বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডেও ক্যাম্প করার ব্যবস্থা করে দেবে আইসিসি।

কবির বলেন, “এশিয়া কাপে আমরা ভালো খেলেছি, স্বাগতিক বাংলাদেশকে সেখানে হারিয়েছি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের ব্যাটসম্যানরা চাপ সামলাতে পারেনি।”

আগামী ১৮ ফেব্রুয়ারি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে আফগানিস্তান।