আইসিসি চেয়ারম্যান মনোহরের পদত্যাগ

পদত্যাগ করেছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 09:59 AM
Updated : 15 March 2017, 12:33 PM

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসনকে লেখা চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতি।

বিবৃতিতে মনোহর বলেন, দায়িত্ব পালনে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। চেষ্টা করেছেন বোর্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে স্বচ্ছ ও নিরপেক্ষ থাকতে।

“যাই হোক, ব্যক্তিগত কারণে আমার পক্ষে আইসিসি চেয়ারম্যানের গুরু দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। আমি আইসিসির সর্বোচ্চ সাফল্য কামনা করি। আশা করি, ভবিষ্যতে সংস্থাটি সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে।”

২০১৬ সালের মে মাসে সংগঠনটির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন ভারতের এই প্রখ্যাত আইনজীবী।

মনোহর এর আগে বিসিসিআইয়ের মনোনীত ব্যক্তি হিসেবেও আইসিসির চেয়ারম্যান ছিলেন।

আইসিসির আয় ভাগাভাগির প্রক্রিয়ায় পরিবর্তনের প্রস্তাব এনেছিলেন মনোহর, যাতে নীতিগতভাবে বোর্ড সম্মতি দেয়। এপ্রিলের সভায় অনুমোদনের জন্য প্রস্তাবটি ওঠার কথা। তবে সেখানে মনোহর আর থাকছেন না।