সর্বকালের সেরা ছয়ে স্টিভেন স্মিথ

র‌্যাঙ্কিং শীর্ষে তিনি বেশ কিছুদিন ধরেই। স্টিভেন স্মিথ এবার নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্টে নিজেকে তুলে এনেছেন সর্বকালের সেরা ছয়ে!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 02:05 PM
Updated : 26 Feb 2017, 04:40 PM

ভারতের বিপক্ষে পুনে টেস্টের প্রথম ইনিংসে ২৭ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের অসাধারণ ইনিংস খেলেছেন স্মিথ। টেস্টের শীর্ষ দলের বিপক্ষে এই পারফরম্যান্সে এক টেস্ট থেকেই পেয়েছেন ৬৬ পয়েন্ট। অস্ট্রেলিয়ান অধিনায়কের রেটিং পয়েন্ট এখন ৯৩৯।

রেটিং পয়েন্টের ইতিহাসে স্মিথ ছাড়িয়ে গেছেন স্যার গ্যারি সোবার্স, স্যার ভিভ রিচার্ডস ও কুমার সাঙ্গাকারাকে। এই তিন কিংবদন্তিরই ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট ছিল ৯৩৮।

আইসিসি র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে সর্বকারের সেরা রেটিং ডন ব্র্যাডম্যানের ৯৬১। লেন হাটনের ৯৪৫ সর্বকালের দ্বিতীয় সেরা। ৯৪২ রেটিং পয়েন্টে যৌথভাবে তিনে জ্যাক হবস ও রিকি পন্টিং। ৯৪১ নিয়ে পাঁচে পিটার মে।

স্মিথের সামনে সুযোগ এখন ইতিহাসের সিড়ি বেড়ে আরও ওপরে ওঠার। ব্যাটসম্যানশিপে অনেক ব্যবধান হলেও সেরা রেটিং পয়েন্টে ব্র্যাডম্যানও এখন স্মিথের দৃষ্টিসীমায়!