কথা না বলেই কুমিল্লার জয়!

পরিকল্পনা অনেক হয়েছে। রণকৌশল বদলেছে, কাঁটাছেড়া হয়েছে একাদশে। আলোচনা-গবেষণা হয়েছে বিস্তর। জয় তবু ছিল অধরা। বিস্ময়করভাবে এবার বিপিএলের প্রথম পাঁচ ম্যাচের সবকটি হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অবশেষে ষষ্ঠ ম্যাচে এসে ধরা দিল প্রথম জয়। অথচ পরাজয়ের বলয়ে থাকার হতাশায় এই ম্যাচের আগে নিজেদের মধ্যে তেমন কোনো আলোচনাই করেনি কুমিল্লা দল!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2016, 05:43 PM
Updated : 19 Nov 2016, 05:43 PM

রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে টসের সময় মাশরাফি বিন মুর্তজাকে ধারাভাষ্যকার আতহার আলি খান জিজ্ঞেস করেছিলেন, জয়ের দেখা পেতে নিশ্চয়ই অনেক আলোচনা হয়েছে ম্যাচের আগে? মুখে হাসি নিয়ে কুমিল্লা অধিনায়ক বলেছিলেন, “কথা তো অনেক বলেছি, কাজ হয়নি। এবার তাই আমরা কোনো কথাই বলিনি। স্রেফ মাঠে নামছি, উপভোগ করব। হারানোর কিছু নেই।”

কিছু না বলাটাই শেষ পর্যন্ত কাজে দিল। রাজশাহীকে ৩২ রানে হারিয়ে এবারের বিপিএলে প্রথম পয়েন্ট পেল চ্যাম্পিয়নরা।

প্রথম জয়ের পর ঝিমিয়ে পড়া স্বপ্নগুলো আবার জেগে উঠতে শুরু করেছে। ম্যাচ শেষে দলের অভিজ্ঞ ক্রিকেটার মেহাহাম্মদ শরীফ জানালেন, সামনের ম্যাচগুলিতেও ভালো কিছুর আশা করছে দল।

“এটা ছিল বাঁচা-মরার ম্যাচ। জিততেই হতো। একটু দেরিতে জয়টা এলেও আশা করি পরের ম্যাচগুলোতে আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবো। আরও ৬টি ম্যাচ আছে আমাদের। যদি জিততে থাকি, তাহলে দেখা যাক কি হয়!”