আক্ষেপ যখন রিভিউ

কখনও রিভিউ নিয়ে বেঁচে গেছেন মইন আলি, কখনও রিভিউ নিয়ে তাকে ফেরাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত বাঁহাতি ইংলিশ ব্যাটসম্যান খেলেছেন ৬৮ রানের ইনিংস, দলকে রেখেছেন তিনশ’ রানের পথে। এত কিছু ঘটতো না যদি ষোড়শ ওভারে রিভিউ নিত স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 01:58 PM
Updated : 20 Oct 2016, 02:49 PM

ম্যাচ শেষে সেই রিভিউ না নেওয়ার আক্ষেপ তাড়িয়ে বেড়াচ্ছে মেহেদী হাসান মিরাজকে।

ইংল্যান্ড ইনিংসে ষোড়শ ওভারের তৃতীয় বল। একটু ঝুলিয়ে দিয়েছিলেন মিরাজ। ব্যাট ছোঁয়াতে পারেননি মইন। স্বাগতিকদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেননি মুশফিকুর রহিম। রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে বিদায় নিতে হত ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যানকে। সে সময়ে ১ রানে ব্যাট করছিলেন মইন।

পরে সেই মইনকে দুই বার রিভিউ নিয়ে ফেরাতে পারেননি মুশফিকুর রহিম। সাকিবের দুই ওভারের মধ্যে তিন বার আম্পায়ার এলবিডব্লিউ দিলেও রিভিউ নিয়ে টিকে থাকেন মইন। শেষ পর্যন্ত মিরাজই ফেরান তাকে।

“এলবিডব্লিউতে রিভিউগুলো চলে যাচ্ছিল তখন খারাপ লাগছিল। সাকিব ভাইয়ের বলে তিনটা হল না। আমার একটা আউট হয়েছিল কিন্তু রিভিউ নেইনি। আসলে গোটা ব্যাপারটাই খারাপ লাগছে। তখন যদি রিভিউ নিতাম এবং হয়ে যেত- পরে খুব একটু আপশোস লেগেছে।”