রোহিতের দৃঢ়তায় ভারতের বড় লিড

শুরুর ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে শতরানের লিডের সুবিধা হারাতে বসা ভারতকে পথ দেখিয়েছেন রোহিত শর্মা। ব্যাটিং দুরূহ উইকেটে দারুণ এক ইনিংস খেলে দলকে খুব ভালো জায়গায় নিয়ে গেছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2016, 02:50 PM
Updated : 2 Oct 2016, 02:51 PM

রোববার ইডেন গার্ডেন্সে তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ২২৭ রান। ৩৩৯ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। এই মাঠে চতুর্থ ইনিংসে কোনো দল কখনও এত রান করতে পারেনি। সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড মোটে ১১৭ রানের।

অসমান বাউন্স, ঘাসের ছোঁয়া থাকা উইকেটে শুরুতে ভারতকে কাঁপিয়ে দেয় নিউ জিল্যান্ডের দুই পেসার ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট। ৪৩ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

কোহলির সঙ্গে ৪৮ রানের জুটিতে রোহিত গড়েন প্রাথমিক প্রতিরোধ। শর্ট লেংথে পড়েও খুব নিচু দিয়ে আসা বলে এলবিডব্লিউ হয়ে কোহলির বিদায়ে বড় একটা ধাক্কা খায় ভারত। দ্রুত ফিরে দলের ওপর চাপ আরও বাড়ান রবিচন্দ্রন অশ্বিন।

১০৬ রানে ৬ উইকেট হারানো ভারতের দুইশ’ পার হয় রোহিতের দৃঢ়তায়। মিচেল স্যান্টনারের বলে উইকেটরক্ষক লুক রনকিকে ক্যাচ দিয়ে শেষ হয় ১৩২ বলে ৯টি ও দুটি ছক্কায় গড়া তার ৮২ রানের অসাধারণ ইনিংস।

শেষ বেলায় রবিন্দ্র জাদেজাকেও হারায় ভারত। কিন্তু ততক্ষণে ম্যাচ অনেকটাই তাদের মুঠোয়। ৩৯ রানে ব্যাট করছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।

নিউ জিল্যান্ডের হেনরি ও স্যান্টনার তিনটি করে উইকেট নেন।

এর আগে ৭ উইকেটে ১২৮ রান নিয়ে খেলা শুরু করে নিউ জিল্যান্ড। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২০৪ রান করে দলটি।

অতিথিদের ততদূর যাওয়ায় সবচেয়ে বড় অবদান জিতেন প্যাটেলের। ৪৭ বলে ৪৭ রানের আক্রমণাত্মক ইনিংস খেলার পথে অষ্টম উইকেটে বিজে ওয়াটলিংয়ের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন তিনি। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩১৬

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ১২৮/৭) (গাপটিল ১৩, ল্যাথাম ১, নিকোলস ১, টেলর ৩৬, রনকি ৩৫, স্যান্টনার ১১, ওয়াটলিং ২৫, হেনরি ০, প্যাটেল ৪৭, ওয়াগনার ১০, বোল্ট ৬*; ভুবনেশ্বর ৫/৪৮, শামি ৩/৭০, জাদেজা ১/৪০, অশ্বিন ১/৩৩)।

ভারত ২য় ইনিংস: ৬৩.২ ওভারে ২২৭/৮ (বিজয় ৭, ধাওয়ান ১৭, পুজারা ৪, কোহলি ৪৫, রাহানে ১, রোহিত ৮২, অশ্বিন ৫, ঋদ্ধিমান ৩৯*, জাদেজা ৬, ভুবনেশ্বর ৮*; হেনরি ৩/৪৪, স্যান্টনার ৩/৫১, বোল্ট ২/২৮)