সেন্ট লুসিয়ায় বৃষ্টির দাপট

ব্যাট-বলের জমে উঠা লড়াইয়ে জল ঢেলে দিল বৃষ্টি। ওয়েস্ট ইন্ডিজ-ভারতের তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা মাঠেই গড়ায়নি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2016, 07:21 PM
Updated : 11 August 2016, 07:21 PM

সেন্ট লুসিয়ায় স্থানীয় সময় প্রায় দুইটায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার আগ পর্যন্ত ছিল বৃষ্টির আসা-যাওয়া। এর মধ্যে মাঠ খেলার উপযুক্ত করতে প্রাণপণ প্রচেষ্টা ছিল মাঠকর্মীদের। কিন্তু বৃষ্টিরই জয় হয় শেষ পর্যন্ত।

ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহার শতকে প্রথম ইনিংসে ৩৫৩ রান করে ভারত। জবাবে ১ উইকেটে ১০৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েইট ৫৩ ও ড্যারেন ব্রাভো ১৮ রানে ব্যাট করছেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩৫৩

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: দ্বিতীয় দিন শেষে (১০৭/১) ৪৭ ওভারে ১০৭/১ (ব্র্যাথওয়েইট ৫৩*, জনসন ২৩, ব্রাভো ১৮*; ভুবনেশ্বর ০/১১, শামি ০/৩৫, অশ্বিন ০/১৭, ইশান্ত ০/২৬, জাদেজা ০/৯)।