বোলিংয়ে সেরা চতুরঙ্গা, সাকলাইন, কামরুল

সুপার লিগের শেষ দুই ম্যাচ না খেললেও প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন ভিক্টোরিয়ার চতুরঙ্গ ডি সিলভা। প্রথম পর্ব শেষেও ভিক্টোরিয়ার এই বাঁহাতি স্পিনারই ছিলেন সবার ওপরে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2016, 04:04 PM
Updated : 23 June 2016, 04:04 PM

১৪ ম্যাচ খেলা শ্রীলঙ্কান অলরাউন্ডার চতুরঙ্গা নেন ১৮.৯০ গড়ে ৩০ উইকেট। একবার নিয়েছেন চার উইকেট, তিনবার নিয়েছেন পাঁচ উইকেট। এবার আর কেউ একাধিকবার পাঁচ উইকেট পাননি। তার সেরা ৬/৩৫।

চতুরঙ্গার সঙ্গে যারা প্রতিযোগিতায় ছিলেন তাদের মধ্যে ভিক্টোরিয়া সতীর্থ কামরুল ইসলাম রাব্বি ও মোহামেডানের নাঈম ইসলাম ছিলেন সুপার লিগে।

সুযোগ কাজে লাগিয়েছেন রাব্বি। ২৭.৯২ গড়ে ২৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছেন এই পেসার। তার সেরা ৪/৩৮।

শেষ ম্যাচে লিগের সেরা বোলিং করে সেরা পাঁচে জায়গা করে নেন আবাহনীর বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব। ২০.২৭ গড়ে তিনি নিয়েছেন ২৬ উইকেট। তার সেরা ৭/৫৮।

সাকলাইনের মতো ২৬ উইকেট নিয়েছেন আবাহনীর পেসার তাসকিন আহমেদ। ২১.০৭ গড়ে উইকেট নিয়েছেন এই তরুণ। তার সেরা ৪/৩২।

পাঁচ নম্বরে আছেন আল আমিন হোসেন। প্রাইম দোলেশ্বরের এই পেসার ২৩ গড়ে নিয়েছেন ২৫ উইকেট। তার সেরা ৩/২৯।  

২২ উইকেট নেওয়া মাশরাফি বিন মুর্তজা, ২১ উইকেট নেওয়া মাহমুদউল্লাহর দল সুপার লিগে পৌঁছতে পারেনি।

দল গঠনের সময় ক্লাবগুলো আগ্রহ দেখায়নি মাশরাফিকে নিয়ে। পারফরম্যান্সেই সেই উপেক্ষার জবাব দিয়েছেন তিনি। ২০.২২ গড়ে নিয়েছেন ২২ উইকেট। সেরা ৬/৪২। লিগে ৫০ বলে একটি শতকও করেছেন তিনি।

অলরাউন্ড পারফরম্যান্সে অবশ্য তাকে ছাড়িয়ে গেছেন মাহমুদউল্লাহ। ৪৯.৭০ গড়ে ৪৯৭ রান করেছেন তিনি।

প্রিমিয়ার লিগের পাঁচ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক:

নাম/দল

ইনিংস

উইকেট

সেরা

গড়

ইকোনমি

চতুরঙ্গা ডি সিলভা, ভিক্টোরিয়া

১৪

৩০

৬/৩৫

১৮.৯০

৪.৭৪

কামরুল ইসলাম রাব্বি, ভিক্টোরিয়া

১৬

২৭

৪/৩৮

২৭.৯২

৫.৪৮

সাকলাইন সজীব, আবাহনী

১৬

২৬

৭/৫৮

২০.৫৭

৪.৫৬

তাসকিন আহমেদ, আবাহনী

১৫

২৬

৪/৩২

২১.০৭

৪.৭৮

আল আমিন, দোলেশ্বর

১৬

২৫

৩/২৯

২৩.০০

৪.৬৩