জাতির কাছে ক্ষমা চাইলেন শাহাদাত

‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার জন্য পুরো দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়েছেন শাহাদাত হোসেন। ভুল স্বীকার করে ক্রিকেটে ফেরার অনুমতি প্রার্থনা করেছেন এই পেসার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2016, 09:42 AM
Updated : 28 April 2016, 09:42 AM

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় জেলে যেতে হয়েছিল শাহাদাত ও তার স্ত্রী জেসমিন নাহার নিত্যকে। দুজনই আপাতত জামিনে আছেন।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃতকর্মের জন্য ক্ষমা চান শাহাদাত।

“আমি আমার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত। পুরো দেশ ও জাতির কাছে ক্ষমা চাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টসহ সকল বোর্ড কর্মকর্তা ও আমার সহ-খেলোয়াড়দের কাছে ক্ষমা চাচ্ছি। মানুষ মাত্রই ভুল করে, আমিও ভুল করেছি।”

জামিনে মুক্তি পেয়ে গত কিছুদিন ধরে নিয়মিত অনুশীলন করছেন শাহাদাত। তার দাবি, জীবিকার প্রয়োজনে নিজের পেশায় আবার যুক্ত হওয়ার অনুমতি তাকে দিয়েছেন আদালত। বিসিবি অবশ্য বহালই রেখেছে সাময়িক নিষেধাজ্ঞা। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নারাজ বোর্ড। তাই চলতি ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে পারছেন না এই পেসার।

তবে মানবিক দিক বিবেচনা করে ক্রিকেটে ফিরতে দেওয়ার আর্জি জানিয়েছেন শাহাদাত।

“আমি বিশ্বাস করি, দেশকে, দেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার আছে আমার। ক্রিকেটের স্বার্থে, জীবিকা নির্বাহের স্বার্থে দ্রুতই ক্রিকেটে ফিরতে চাই। চলতি ঢাকা লিগ দিয়েই ফিরতে চাই মাঠে। দেশবাসী, ক্রিকেট বোর্ডসহ সবার কাছে মিনতি করছি, অতীতের ভুল শুধরে আগের শাহাদাত হয়ে ফেরার সুযোগ দেওয়ার জন্য।”