তামিমদের কাছে সাকিবের করাচির হার

পাকিস্তান সুপার লিগে রুদ্ধশ্বাস ম্যাচে তামিম ইকবালের পেশাওয়ার জালমির কাছে ৩ রানে হেরেছে সাকিব আল হাসানের করাচি কিংস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 03:29 PM
Updated : 11 Feb 2016, 03:29 PM

৩৫ বলে ৩৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।

করাচির সাকিব ব্যর্থ হয়েছেন ব্যাটিং-বোলিংয়ে। দুই ওভার বল করে ২৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই বাঁহাতি স্পিনার। শহিদ আফ্রিদির বলে মোহাম্মদ আসগরকে ক্যাচ দিয়ে শেষ হয় সাকিবের (১) চার বলের ইনিংস।

বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮২ রান করে পেশাওয়ার।

তামিমের সঙ্গে মোহাম্মদ হাফিজের (৩৫ বলে ৫৯) ৯৩ রানের উদ্বোধনী জুটি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। কামরান আকমল খেলেন ২০ বলে ৩০ রানের আরেকটি ঝড়ো ইনিংস।

রবি বোপারা দুই উইকেট নেন ৩১ রানে।

জবাবে ৯ উইকেটে ১৭৯ রানে থেমে যায় করাচির ইনিংস।

৪৮ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে করাচি। দলকে শুরুতে পথ দেখান জেমস ভিন্স (৪৪)। শেষের দিকে ৩৩ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংসে জয়ের আশা জাগান বোপারা।

বোপারা ফিরে যাওয়ার সময় ৩ বলে ৫ রান দরকার ছিল করাচির। কিন্তু ড্যারেন স্যামির দারুণ বোলিংয়ে শেষ তিন বলে ১ রানের বেশি নিতে পারেনি দলটি।

পেশাওয়ারের ওয়াহাব রিয়াজ দুই উইকেট নেন ২৯ রানে।