বার্নহ্যামের শতকে ইংল্যান্ডের বড় জয়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী প্লে-অফ সেমি-ফাইনালে জ্যাক বার্নহ্যামের শতকে নামিবিয়াকে বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 11:02 AM
Updated : 10 Feb 2016, 11:04 AM

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইংল্যান্ডের জয় ২০৩ রানে।
 
কুয়াশার কারণে ৪৮ ওভারে নেমে আসে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮৬ রান করে ইংল্যান্ড।
 
টুর্নামেন্টে তৃতীয় শতক পাওয়া বার্নহ্যাম খেলেন ১০৯ রানের চমৎকার এক ইনিংস। তার ১২৩ বলের ইনিংসটি ১০টি চার ও তিনটি ছক্কা সমৃদ্ধ। বার্নহ্যামের সঙ্গে ১৭০ রানের জুটি গড়া টম মুরেস খেলেন ৮৫ রানের আরেকটি ভালো ইনিংস।
 
জবাবে ২৫ ওভার ২ বলে ৮৩ রানে অলআউট হয়ে যায় নামিবিয়া। সর্বোচ্চ ২৪ রান করেন লোহান লরেন্স।
 
৩ রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার ম্যাসন ক্র্যান। 
 
আয়ারল্যান্ড-স্কটল্যান্ড
 
ত্রয়োদশ স্থান নির্ধারণী ম্যাচে স্কটল্যান্ডকে ৯৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। 
 
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩৫ রান করে আয়ারল্যান্ড।
 
সর্বোচ্চ ৬৯ রান করেন উইলিয়াম ম্যাকক্লিনটক। ৫৯ রানের আরেকটি ভালো ইনিংস খেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লোরক্যান টাকার। 
 
স্কটল্যান্ডের মোহাম্মদ গাফ্ফার ৩ উইকেট নেন ৪৯ রানে। 
 
জবাবে ৬ ওভার বাকি থাকতে ১৪০ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।
 
স্কটল্যান্ডের প্রথম ছয় ব্যাটসম্যান দুই অঙ্কে যান, কিন্তু কেউই নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি। সর্বোচ্চ ১৯ রান করে আসে ররি জনস্টন ও নিল ফ্ল্যাকের ব্যাট থেকে।
 
২৮ রানে চার উইকেট নিয়ে আয়ারল্যান্ডের সেরা বোলার হ্যারি টেক্টর।