পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সামনে উইন্ডিজ

দারুণ এক শতক করেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ কোয়ার্টার-ফাইনালে পাকিস্তানের হার এড়াতে পারেননি উমাইর মাসুদ। ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফরম্যান্সে তাদের সহজেই ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 10:00 AM
Updated : 8 Feb 2016, 04:08 PM

আগামী বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেমি-ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২৭ রান করে পাকিস্তান।

৫৭ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ষষ্ঠ উইকেটে সালমান ফায়েজের সঙ্গে মাসুদের ২৮.১ ওভার স্থায়ী ১৬৪ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি গড়ার চেষ্টা করে দলটি।

শেষ ওভারে ফেরার আগে ১১৩ রান করেন মাসুদ। তার ১১৪ বলের ইনিংসটি গড়া ১৫টি চার ও দুটি ছক্কায়। ৫৮ রানে অপরাজিত থাকেন ফায়েজ।

জবাবে ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এদেন দেন গিডরন পোপ (২৫) ও টেভিন ইমলাখ। এরপর আর পেছতে তাকাতে হয়নি দলটিকে।

ইমলাখ (৫৪) ও  অধিনায়ক শিমরন হেটমায়ারের (৫২) দুটি অর্ধশতক ওয়েস্ট ইন্ডিজকে সহজ জয়ের পথে নিয়ে যায়।

ভালা শুরুর সুবিধা কাজে লাগাতে ভুল করেননি ওয়েস্ট ইন্ডিজের পরের ব্যাটসম্যানরা। শামার স্প্রিঙ্গার (৩৭), জিড গুলি (২৬*) ও কেমো পলের (২৪*) তিনটি কার্যকর ইনিংসে ১০ ওভার বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।