সাকিব না থাকায় ভারসাম্য হারায় রংপুর

সাকিব না থাকায় দল ভারসাম্য হারিয়েছিল বলে মনে করেন রংপুর রাইডার্স কোচ শেন জার্গেনসেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 12:55 PM
Updated : 27 Nov 2015, 01:24 PM

বৃহস্পতিবার সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় এক ম্যাচ নিষিদ্ধ করা হয় সাকিব আল হাসানকে। শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি রংপুর রাইডার্স অধিনায়ক।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৯ উইকেটে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে রংপুরের কোচ শেন জার্গেনসেন জানান, সাকিবকে হারানো ছিল দলের জন্য বড় আঘাত।

“সাকিব দারুণ একজন ক্রিকেটার। ওকে না পাওয়া মানে দলের ভারসাম্য নড়ে যাওয়া। তবে একই সঙ্গে এটা ছিল অন্যদের জন্য সুযোগ, নিজেদেরকে মেলে ধরার। কিন্তু ছেলেরা সেটা পারেনি।”

আগের দিন মাঠে সাকিবের আচরণ চাপের মধ্যে আবেগের বহি:প্রকাশ ছিল বলে মনে করেন কোচ।

“দেখুন, মাঠে তখন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিলো। খুবই কঠিন লড়াই ছিল। ওই ঘটনার আগেও বেশ কিছু ঘটনা ঘটেছে। মাঠে কিছুটা আবেগ দেখতে পাওয়া ভালোই। তবে এটাকে বাড়াবাড়ি মনে করা হয়েছে। এই তো…।”

শুক্রবার কুমিল্লার বিপক্ষে ম্যাচের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রংপুর। কিন্তু রেকর্ড কম রানে (৮২) তাদের গুটিয়ে দিয়ে কুমিল্লা ম্যাচ জিতে নিয়েছে ৯ উইকেটে।