ঘরের মাঠে ভাগ্য বদলের আশায় তামিম

তামিম ইকবালের আশা, বিপিএলের চট্টগ্রাম পর্বে জয়ের ধারায় ফিরবে চিটাগং ভাইকিংস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 05:15 PM
Updated : 26 Nov 2015, 05:18 PM

ঢাকায় চার ম্যাচের তিনটিতেই হেরেছে ভাইকিংস। ঢাকার প্রথম পর্ব শেষ করেছে তারা বৃহস্পতিবার ঢাকা ডায়নামাইটসের কাছে ৬ উইকেটের হেরে। অপেক্ষায় আছে তারা চট্টগ্রাম পর্বের। বন্দর নগরীতে চারদিন খেলা, প্রতিদিনই আছে স্থানীয় দল ভাইকিংসের ম্যাচ।

বৃহস্পতিবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিমের কণ্ঠে আশা, ভেন্যু বদলে বদলাবে দলের ভাগ্য।

“ঢাকায় খেলতে খেলতে আর ভালো লাগছে না। আশা করি, চট্টগ্রামে গিয়ে আমরা জয়ের ধারায়।”

এই ম্যাচে চিটাগংয়ের একমাত্র প্রাপ্তি ছিল সম্ভবত প্রথমবার খেলতে নামা নাঈম ইসলামের পারফরম্যান্স। ব্যাট হাতে অপরাজিত ২৯ করার পর বল হাতে ৩ উইকেট নিয়েছেন নাঈম।

ভাইকিংস অধিনায়কের কণ্ঠে নাঈমের জন্য ছিল প্রশংসা, দায় দিলেন বাকিদের।

“উইকেট সহজ ছিল না, তবে এতটা কঠিন ছিল না যতটা বাজে আমরা খেলেছি। নাঈম নিজের খেলাটা খেলেছে, কিন্তু আমরা বাকিরা ওকে ঘিরে খেলতে পারিনি। জয়ে ফিরতে হলে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে আমাদের।”