বিটিসিএল-বিএসসিসিএল এর মধ্যে চুক্তি

বাংলাদেশ থেকে ভারতে ব্যান্ডউইডথ রপ্তানির জন্য বিটিসিএল থেকে ‘ব্যাকহল সার্ভিস’ গ্রহণের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2015, 03:55 PM
Updated : 25 August 2015, 03:55 PM

বিএসসিসিএল এর প্রধান কার্যালয়ে সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিসিএল।

চুক্তিতে স্বাক্ষর করেন বিটিসিএল এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী এবং বিএসসিসিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন।

বিটিসিএল এর পরিচালক (আন্তর্জাতিক) মো. শরীফুজ্জামান, বিভাগীয় প্রকৌশলী (আইটিও) মো. আনোয়ার হোসেন মাসুদ এসময় উপস্থিত ছিলেন।

তিন বছরের চুক্তিতে ভারতে ব্যান্ডউইডথ রপ্তানির প্রস্তাব গত ২০ এপ্রিল অনুমোদন করে মন্ত্রিপরিষদ।

পরে গত ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এলে ব্যান্ডউইডথ রপ্তানিতে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়।