জুতা-চশমার বাক্সে ইয়াবা পাচার

চট্টগ্রামে জুতা ও চশমার বাক্সের ভেতরে ভরে পাচারের সময় ১৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 11:00 AM
Updated : 7 July 2015, 11:00 AM

মঙ্গলবার ভোরে বাকলিয়া এলাকায় অভিযানে ইয়াবা পাচারে যুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয় বলেও জানিয়েছেন বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কামাল হোসেন (৩৫) ও ফোরকান আহমেদ ওরফে রাজু (৩৮)।কামাল ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা ও পোস্তাগোলা এলাকায় একটি মুদি দোকানের কর্মচারী; ফোরকান নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা।

ওসি মসহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে শাহ আমানত সেতু এলাকায় ‘রিলাক্স পরিবহনের’ একটি বাসে তল্লাশি চালিয়ে কামালকে গ্রেপ্তার করা হয়।

“কামাল ইয়াবাগুলো তার কাছে থাকা একটি ব্যাগে তিন জোড়া বার্মিস লেডিস স্যান্ডেলের ভেতরে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল।”

কামালের ওই ব্যাগ থেকে এক হাজার ৬২০টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ওসি মহসিন।

জিজ্ঞাসাবাদে কামাল পুলিশকে জানায়, মুদি দোকানে কাজ করার পাশাপাশি সে ঢাকায় ইয়াবা ব্যবসার সাথে জড়িত,” বলেন তিনি।

এদিকে বাকলিয়া নয়া মসজিদ এলাকার ইসমাইল ফয়েজ এলাকা থেকে ২০০টি ইয়াবাসহ ফোরকানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা মহসিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইল ফয়েজ এলাকা থেকে ফোরকানকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা একটি চশমার বাক্সের ভেতর থেকে ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়।”