চট্টগ্রামে বিলবোর্ড ও হোল্ডিং সাইন উচ্ছেদ

চট্টগ্রামে চারটি অবৈধ বিলবোর্ড ও ৪০টি হোল্ডিং সাইন উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 12:49 PM
Updated : 5 July 2015, 12:49 PM

রোববার নগরীর জিইসি মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে সিসিসির ভ্রাম্যমাণ আদালতের চলে।

পাশাপাশি তিনটি বিজ্ঞাপনী সংস্থাকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিইসির মোড় থেকে বড় চারটি বিলবোর্ড ও মোড়ের উভয় পাশ থেকে ৪০টি হোল্ডিং সাইন উচ্ছেদ করা হয়েছে।

বিজ্ঞাপনী সংস্থা আনিস নিয়ন সাইনকে আট হাজার এবং ক্লাসিক অ্যাড ও বিন্দু অ্যাডকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।