সংসদে বিদ্যুৎ বিভ্রাট

সাব-স্টেশনের ট্রান্সফর্মার বিস্ফোরণের কারণে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে সংসদ সচিবালয়।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 10:27 AM
Updated : 5 July 2015, 10:31 AM

রোববার দুপুর ৩টার কিছু আগে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর সঙ্গে সঙ্গে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে সংসদ ভবন। তবে বিকল্প ব্যবস্থায় কিছু ব্লকে খানিক ক্ষণের মধ্যে বিদ্যুৎ ফিরে আসে।

বিস্ফোরণের প্রায় আধা ঘণ্টা আগে সংসদ অধিবেশন দিনের মতো শেষ হয়েছিল। বিকট শব্দে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সুলাইমান নিলয় নবম তলায় সাব-স্টেশনে ধোঁয়া দেখতে পান।

সংসদ ভবনের নবম তলায় সাব-স্টেশনে তিনটি কারেন্ট ট্রান্সফর্মার (সিটি) বিস্ফোরণে এই বিভ্রাট হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংসদ সচিবালয়ের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিয়াউল আহসান।

তিনি বলেন, “মুল ট্রান্সফর্মারে বিদ্যুৎ যাওয়ার আগে সিটির মাধ্যমে যায়। সাব-স্টেশনের তিনটি সিটিই বার্স্ট হয়েছে।”

কী কারণে এই বিস্ফোরণ- জানতে চাইলে তিনি বলেন, “নানা কারণে এটি হতে পারে। বিস্ফোরিত সিটি তিনটিই পুরনো।”

বিস্ফোরণের প্রায় আধা ঘণ্টা পর সাড়ে ৩টার দিকে সংসদ ভবনের সব ব্লকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।