চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তির সাজা

চট্টগ্রামের হামজারবাগে অনুমোদন ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে চকলেট-টফি-আচার বানানোর অপরাধে একজনকে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 03:42 PM
Updated : 4 July 2015, 03:42 PM

শনিবার দুপুরে নগরীর বায়েজিদ থানার হামজারবাগ এলাকার হামজারবাগ কলোনিতে অভিযান চালিয়ে আবুল কালামকে (৪৫) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, ওই কলোনির একটি ঘরে রঙ দিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে চকলেট, টফি, আচার বানানো হচ্ছিল। ওই ব্যক্তি বেশ কয়েক বছর ধরে এ ধরনের পণ্য বানিয়ে বাজারে বিক্রি করে আসছে।

ওই কক্ষ থেকে নষ্ট ১০ বস্তা সমপরিমাণ আচার তৈরির সরঞ্জাম এবং বানানো পণ্য জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।