ঢাকায় ৪ ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের চাঁদাবাজ বলছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 06:02 AM
Updated : 3 July 2015, 08:09 AM

বৃহস্পতিবার বিকেলে ঢাকার ভাটারা, মহাখালী ও বনানী এলাকায় এসব অভিযান চালানো হয় বলে সিআইডির জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলম জানান।

গ্রেপ্তাররা হলেন- মো. রিয়াদ খান (২৩), মো. নাহিদ হোসেন (২২), মো. আহসান কবির (৪৫) ও মো. শাকিল (২৪)।

মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই চারজন কয়েক মাস আগে এবিএম ফাত্তাহ নামে আদাবরের এক বাসিন্দাকে ফোনে হুমকি দিয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল।

“ভয় পেয়ে ফাত্তাহ তাদের বিকাশ করে ৩০ হাজার টাকা দেন। এরপরও ফাত্তাহকে প্রতিনিয়ত হুমকি দেয়া হলে তিনি বিষয়টি সিআইডিকে জানান।”

তার অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে এই সিআইডি কর্মকর্তা জানান।