কীর্তনখোলায় ভাঙনে ২০টি দোকান বিলীন

কীর্তনখোলা নদীর ভাঙনে বরিশাল সদরের চরকাউয়া ইউনিয়নে ২০টি দোকান নদীতে বিলীন হয়ে গেছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 10:45 AM
Updated : 2 July 2015, 01:34 PM

এছাড়া বৃহস্পতিবার ভোরে ভাঙন শুরুর পর খেয়াঘাট এলাকা থেকে ফেরির পন্টুন সরিয়ে নেয়। তবে তা বিকেলে পুনরায় ফেরত আনা হয় বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ শাহেদ আগেও জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পন্টুনটি পুরনায় চরকাউয়া খেয়াঘাটে স্থাপন করা হবে।

স্থানীয়রা জানান, ভোরে চরকাউয়া খেয়াঘাট এলাকায় বিস্তৃত এলাকা জুড়ে আকস্মিক ফাটল দেখা দেয়। মুহূর্তের মধ্যে এলাকার রাস্তা ও প্রায় ২০টি দোকান নদীতে বিলীন হয়ে যায়।

প্রতিবছরই এমন ভাঙনের কারণে খেয়াঘাটের আশেপাশের স্থাপনাগুলো হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ী হান্নান সরকার জানান, প্রতি বছরই একটু একটু করে নদীর গর্ভে বিলীন হচ্ছে চরকাউয়া।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে   যোগাযোগ করা হবে।