চাঁপাইনবাবগঞ্জে কূপে নেমে ‘বিষক্রিয়ায়’ একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শতবর্ষী একটি পরিত্যক্ত কূপে নামার পর গ্যাসের বিষক্রিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 06:58 AM
Updated : 2 July 2015, 06:58 AM

বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ পৌরসভার তর্ত্তিপুর এলাকার ওই কূপ থেকে মোহাম্মদ ডালিমের (৫০) মৃতদেহ উদ্ধার করে ফায়ার সাভির্স।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অহিদুল ইসলাম জানান, একটি বালতি তুলতে তিনি বুধবার সকাল ১০টার দিকে কূপে নামেন।

স্বজনদের উদ্ধৃত করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কূপে নামার পর ডালিমের চিৎকার শুনে তার ছেলে রবিউল ইসলামও কূপে নেমে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা ছেলেকে উদ্ধার করতে পারলেও ডালিমকে তুলতে ব্যর্থ হয়।

“খবর পেয়ে শিবগঞ্জের ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশ এসে ডালিমকে উদ্ধারের চেষ্টা করে। তাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদরের ফায়ার সার্ভিসের একটি দলও যোগ দেয়। চেষ্টার এক পর্যায়ে শিবগঞ্জের দলটির দুই সদস্য গ্যাসে অসুস্থ হয়ে পড়েন।

“দল দুটি ব্যর্থ হওয়ার পর রাতে রাজশাহী ফায়ার সার্ভিস থেকে আরেকটি দল আনা হয়। মধ্য রাত থেকে কূপের পাশে আরেকটি গর্ত খোঁড়া শুরু হয়। দীর্ঘ ২২ ঘণ্টা প্রচেষ্টার পর সকালের দিকে পাশের ওই গর্তের মাধ্যমে ভেতরে ঢুকে লাশটি বের করে আনে উদ্ধারকারীরা।”

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “কুয়াটি প্রায় শত বছরের পুরনো। সম্ভবত পরিত্যক্ত থাকার কারণে সেখানে কার্বোন মনো অক্সাইড তৈরি হয়। এতে বিষক্রিয়ায় ডালিম মারা যান।”

ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।